spot_img

ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবশ্যই পরুন

ইউক্রেনকে সামরিক সহায়তা কিংবা নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সরাসরি সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেই আশ্বাস দিচ্ছি, ইউক্রেনে সেনা পাঠানো হবে না।

তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য হয়তো সেনা পাঠাতে আগ্রহী হতে পারে, তবে যুক্তরাষ্ট্র সে পথে হাঁটবে না। এতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি, মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যা বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি।” যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে।

ট্রাম্প আরও জানান, তিনি গত সোমবার (১৮ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন। তিনি বলেন, আমি আশা করি, পুতিনের আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

তবে তিনি সতর্ক করে বলেন, আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউক্রেনের প্রতি পশ্চিমা সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সরাসরি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনকে ফোন করেছি ও আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে যা বললেন জাহিদ হাসান

দুই যুগের বেশি একসঙ্গে আছেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ