spot_img

লা লিগা এমবাপের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

অবশ্যই পরুন

শিরোপাহীন মৌসুমের পর নতুন কোচ জাবি আলোনসো এবং নতুন সাইনিংয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা শুরু করেছে দৃঢ় পারফরম্যান্সে। তবে কিলিয়ান এমবাপের একমাত্র পেনাল্টি গোলে ১-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে ব্লাঙ্কোসরা। তাই বলা যায় লা লিগার শুরুটা তেমন মন্দ হয়নি
রিয়ালের।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে ৭১ শতাংশ বল দখলে ছিল স্বাগতিক রিয়ালের। পাশাপাশি ১৮টি শটের মাঝে তারা পাঁচটি ছিল লক্ষ‍্যে রাখতে পারে। বিপরীতে মাত্র দুটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না ওসাসুনার। ৫১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙা গোলটি করেন রিয়ালের ‘আইকনিক ১০ নম্বর’ জার্সি গায়ে তোলা ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

এদিন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসের অভিষেক করান কোচ আলোনসো। দুজনই মাঠের উপস্থিতিতে বেশ নজর কেড়েছেন। বিশেষ করে আর্জেন্টিনার ১৮ বছর বয়সী মিডফিল্ডার যে সম্ভাবনা নিয়ে এসেছেন, তার একঝলক দেখা গেছে অভিষেক ম্যাচেই। শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে নামা ওসাসুনাকে আরও চেপে ধরে রিয়াল। যদিও বেশ কয়েকটি শট নিয়ে স্বাগতিকরা গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করতে পারেনি। বিশেষত ডিন হুইজসেন ও এডার মিলিটাওয়ের জোরালো শট ঠেকান তিনি।

সবমিলিয়ে গোলের দেখা পেতে রিয়ালকে ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এমবাপেকে নিজেদের বক্সে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুস। রেফারির পেনাল্টির সিদ্ধান্তে সফরকারীরা জোরালো প্রতিবাদ জানায়। পরে ভিএআরেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। সফল স্পটকিকে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে এগিয়ে নেন। এবার মৌসুমের প্রথম ম্যাচেই গোল করলেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে।

দানি কারভাহাল ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে কিছুক্ষণ পর বদলি নামান জাবি আলোনসো। এর আগে আর্দা গুলারের জোরালো শট লক্ষ্য মিস করে যায়। ওসাসুনাও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সফরকারী দলের আবেল ব্রিটনেস। বাকি কয়েক মিনিটের জন্য ওসাসুনা ১০ জনের দলে পরিণত হয়। বিপরীতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সর্বশেষ সংবাদ

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে মহারাজ

২১ মাস পর আবারও ওয়ানডেতে সিংহাসন ফিরে পেয়েছে কেশব মহারাজ। অস্ট্রেলিয়াকে নাকাল করা ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার...

এই বিভাগের অন্যান্য সংবাদ