spot_img

বিভেদ ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণশিক্ষা উপদেষ্টার

অবশ্যই পরুন

বিভেদ ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পাশাপাশি আত্মশক্তিতে বলিয়ান হয়ে কাজে নিষ্ঠাবান হতে পারলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জ্ঞাপন করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিচিত্র চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন শ্রীকৃষ্ণ। নানা উপায়ে তার আরধনা করা যায়। তার প্রতি ভক্তি প্রদর্শনে ভক্তদের সাবলম্বী হওয়া জরুরি। কারও প্রতি মুখাপেক্ষী না হয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করলে আত্মশক্তি জাগ্রত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, উপমহাদেশে শত শত বছর ধরে মানুষ মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করছে। সকলের সহযোগিতা ছাড়া কেউ ভাল থাকতে পারবে না।

তিনি আরও বলেন, মুসলিম ধর্মে যাকাত প্রচলিত আছে। হিন্দু ধর্মেও যারা বিত্তবান তাদের উচিৎ অসহায় মানুষদের পাশে দাড়ানো।

সর্বশেষ সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ