spot_img

একযোগে এনবিআরের ৪১ কর্মকর্তাকে রদবদল

অবশ্যই পরুন

একযোগে ৪১ কর্মকর্তাকে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বদলি হওয়া সব কর্মকর্তাই অতিরিক্ত কর কমিশনার।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা রদবদলকৃত কর্মস্থলে কাজ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

রদবদলকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ভ্যাটিকান। কোনো রাজনৈতিক দল, সরকারব্যবস্থা বা ব্যক্তিকে সমর্থন...

এই বিভাগের অন্যান্য সংবাদ