যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা—ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, তাৎক্ষণিকভাবে ১০০০ ফুট উঁচু ‘মেগা সুনামি’ আছড়ে পড়তে পারে।
নতুন গবেষণায় বলা হয়েছে, এই সুনামি উপকূলীয় এলাকায় হঠাৎ ভূমি ধস এবং শত শত ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করবে। এতে লাখ লাখ মানুষ, অবকাঠামো এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।
ভার্জিনিয়া টেকের গবেষক টিনা দুরা জানান, ক্যাসকাডিয়া সাবডাকশন জোন প্রায় ৬০০ মাইল বিস্তৃত, উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ভ্যাঙ্কুভার আইল্যান্ড পর্যন্ত। এখানে জুয়ান ডি ফুকা প্লেটের নিচে নর্থ আমেরিকান প্লেটের চাপ সঞ্চিত হচ্ছে। গবেষকরা ধারণা করছেন, আগামী ৫০ বছরের মধ্যে এখানে ৮ দশমিক ০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের ১৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ভূমিকম্প ঘটলে উপকূলীয় এলাকা হঠাৎ ৬.৫ ফুট নিচে নামতে পারে, যা সুনামির ঢেউকে আরও বাড়িয়ে তুলবে। সিয়াটেল, পোর্টল্যান্ড ও উত্তর ক্যালিফোর্নিয়ার শহরগুলো মিনিটের মধ্যে প্লাবিত হতে পারে। ইতিহাসে সর্বশেষ বড় ধাক্কা ১৭০০ সালে রেকর্ড করা হয়েছিল। তবে বর্তমানে ঘনবসতি, উন্নত শহরাঞ্চল ও গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের কারণে প্রভাব আরও ভয়াবহ হতে পারে।
গবেষকরা সতর্ক করে বলছেন, হঠাৎ ভূমি ধস এবং চরম ঢেউ একত্রিত হলে ইতিহাসে অপ্রত্যাশিত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা স্থানীয় সরকার, নীতিনির্ধারক ও নাগরিকদেরকে সতর্কতা ব্যবস্থা, জরুরি নির্গমন পরিকল্পনা এবং দৃঢ় অবকাঠামো তৈরিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দূর্যোগ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে দক্ষিণ ওয়াশিংটন, উত্তর ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া রয়েছে। এলাকা নিম্নভূমি হওয়ায়, সমুদ্রস্তরের বৃদ্ধির কারণে ২১০০ সালের মধ্যে স্থায়ী প্লাবনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া