ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়সীমা একদিন করে বাড়ানো হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বাড়তি সময় শেষ হচ্ছে আজ বিকেলে।
সোমবার (১৮ আগস্ট) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং ২০ আগস্ট (বুধবার) বিকাল ৫টা পর্যন্ত তা জমা দিতে পারবেন।
গতকাল সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া ১৮টি হল সংসদের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র বিতরণকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধান, মূল্যায়ন এবং সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।