স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এই পণ্যগুলো আমদানি করা হবে। বিদ্যমান আমদানি নীতি ২০২১-২০২৪ অনুযায়ী, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বাণিজ্যিক ভিত্তিতে এলসি-এর (লেটার অব ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে।
তবে, আমদানির ক্ষেত্রে পণ্যের আন্তর্জাতিক মান এবং বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) কর্তৃক নির্ধারিত মান অবশ্যই অনুসরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়বে এবং সাধারণ জনগণের ওপর দ্রব্যমূল্যের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।