spot_img

হোয়াইট হাউসের বৈঠকে ইউরোপীয় নেতারা কে কী বললেন

অবশ্যই পরুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে করণীয় নির্ধারণের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে নেতারা ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ, অবকাঠামো ধ্বংস রোধ এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন।”

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, “আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে।”

এছাড়াও, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস যুদ্ধবিরতির আহ্বান জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে নিশ্চিত করা যায়, সেটাই সব ধরনের শান্তির পূর্বশর্ত।”

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্র স্যার কিয়ার স্টারমার ও শান্তি প্রতিষ্ঠা এবং ইউরোপের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, তারা বিশ্বাস করেন যে ২০২৫ সালে রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী নয়, ভারত-চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনকে একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী বা হুমকি’ নয়, বরং ‘অংশীদার’ হিসেবে দেখা উচিত—স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ