spot_img

এশিয়া কাপে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি!

অবশ্যই পরুন

এশিয়া কাপে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য আকাশচুম্বি। মাত্র ১০ সেকেন্ডের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি পর্যন্ত। আর এক ম্যাচের প্যাকেজ কিনতে হলে খরচ সাড়ে চার কোটি। ডিজিটাল প্ল্যাটফর্মে দাম আরও চড়া।

দশ সেকেন্ডের মূল্য ১৬ লাখ রুপি। টাকায় যা বিশ লাখ ছাপিয়ে যাবে। এশিয়া কাপে পাক-ভারত ম্যাচের টিভি বিজ্ঞাপনের মূল্য।

অর্থ যেন উড়ছে ক্রিকেটে। ম্যাচটা যে ভারত-পাকিস্তানের। তাইতো চিরশত্রুতার পরও একে অপরকে বাদ দিতে যেমন পারে না তেমনি আয়োজকরাও এই দু’দলকে বাদ দিয়ে টুর্নামেন্টের কথা ভাবতে পারে না।

বিশাল অংকে টুর্নামেন্টের টিভি স্বত্ত্ব কেনা সনি স্পোর্টস এই ম্যাচ দিয়েই ব্যয়ের বড় অংশ তুলে আনতে চায়। প্রকাশ করেছে রেট কার্ড। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনবার পর্যন্ত সুযোগ আছে হাইভোল্টেজ লড়াইয়ের। যার প্রথমটা ১৪ সেপ্টেম্বর।

আর পুরো প্যাকেজ কিনলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি। তবে শুধু চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন দেয়া যাবে না। দিতে হবে অন্য ম্যাচের স্পট বুকিংও। ব্রডকাস্টে কো স্পন্সর হলে ১৮ কোটি আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে ১৩ কোটি রুপি।

ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপনের বাজার দর আরও চড়া। কো-স্পন্সরদের দিতে হবে ৩০ কোটি রপি। হাইলাইটস স্পন্সরও সমান অংকের। আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে ১৮ কোটি।

এশিয়া কাপ শুরু ৯। আর শেষ ২৮ সেপ্টেম্বর।

সর্বশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী নয়, ভারত-চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনকে একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী বা হুমকি’ নয়, বরং ‘অংশীদার’ হিসেবে দেখা উচিত—স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ