সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে সক্ষম হন এবং ইউক্রেনকে কোনো ভূখণ্ড হস্তান্তর করতে না হয়, তবে তিনি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে প্রস্তুত।
স্থানীয় সময় শুক্রবার এমন মন্তব্য করেন হিলারি ক্লিনটন। খবর আনাদোলু এজেন্সির।
একটি পডকাস্টে হিলারি ক্লিনটন বলেন, ‘সত্যি বলতে, যদি তিনি এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ করতে পারেন, যেখানে পুতিন আক্রমণকারী হিসেবে একটি প্রতিবেশী দেশ দখল করছে, সীমান্ত পরিবর্তনের চেষ্টা করছে—এবং তা করতে গিয়ে ইউক্রেনকে তার ভূখণ্ড দিতে না হয়, পুতিনের ‘বৃহৎ রাশিয়া’ ভাবনাকে বৈধতা না দেওয়া হয়—তবে এটা হতে পারে একটি সুযোগ।’
তিনি আরও বলেন, শান্তি চুক্তিতে থাকা উচিত একটি অস্ত্রবিরতি, কোনো ভূখণ্ডের লেনদেন হবে না এবং এক নির্দিষ্ট সময়ের মধ্যে পুতিনকে দখলকৃত অঞ্চল থেকে সরে যেতে হবে।
ক্লিনটন বলেন, ‘যদি আমরা এটি সফল করতে পারি, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটি করাতে পারেন, আমি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব। কারণ আমার লক্ষ্য হলো পুতিনের কাছ থেকে পরাজয় স্বীকার করানো।’
তিনি আরও যোগ করেন, ‘আমি স্বপ্ন দেখছি যেকোনো কারণে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের বিরুদ্ধে দাঁড়াবেন। সেটা হয়তো নোবেল শান্তি পুরস্কারের জন্য।
এদিকে, হিলারি ক্লিনটনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি ‘খুবই সুন্দর’ মন্তব্য। তিনি আরও বলেন, ‘আমি হয়তো তাকে আবার পছন্দ করা শুরু করতে পারি।’