spot_img

সিলেট থেকে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

অবশ্যই পরুন

সিলেটে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। এ নিয়ে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার হলো।শনিবার (১৬ আগস্ট) সকালে জেলার ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সেনাবাহিনী।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এখন গর্ত সমান করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে পাথর লুটের ঘটনায় ধলাই নদীর পূর্বপাড় থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সেখান থেকে পাথর লুট নিয়ন্ত্রণ করতো।

এছাড়া, শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

সর্বশেষ সংবাদ

আবারও বিয়ে করতে যাচ্ছেন মালাইকা!

বিচ্ছেদ, প্রেম, গুঞ্জন—এই তিন বিষয়ে বলিউড তারকা মালাইকা আরোরা বারবার শিরোনামে এসেছেন। অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ