spot_img

ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা মুভি’

অবশ্যই পরুন

মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ (Saiyaara), যেটিতে আনেৎ পাড্ডা ও আহান পাঁডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সম্প্রতি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এর পরবর্তী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানা গেছে।

জনপ্রিয় ওয়েবসাইট Smartprix জানাচ্ছে যে, Netflix India মুভিটির ডিজিটাল স্ট্রিমিং অধিকার অর্জন করেছে। সিনেমাটি ২০২৫ সালের ১৮ জুলাই থিয়েটারে মুক্তি পেয়েছিল, এবং সাধারণত ৪–৮ সপ্তাহের পোস্ট-থিয়েট্রিকাল সময় পর মুভিটি অনলাইনে স্ট্রিমিংয়ের জন্য পাওয়া যেতে পারে।

এই নীতি অনুসারে, সম্ভবত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর মাসে ‘সাইয়ারা’ Netflix–এ দেখার সুযোগ পাওয়া যেতে পারে Smartprix।

যদিও এখনো নেটফ্লিক্সে এর আনুষ্ঠানিক মুক্তি তারিখ ঘোষণা করা হয়নি, তবে উৎসগুলোতে অনুমান করা হচ্ছে— যদি কথা অনুযায়ী পোস্ট-থিয়েট্রিকাল উইন্ডো বজায় থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই সিনেমাটি অনলাইনের এসব প্লাটফর্মে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ