spot_img

প্রিমিয়ার লিগ শুরুর আগে যে নিয়মগুলোতে আসছে বড় পরিবর্তন

অবশ্যই পরুন

নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হতে যাচ্ছে। আর এর সঙ্গে আসছে বেশ কিছু নতুন নিয়ম ও সম্প্রচার সংশোধন। এর মধ্যে গোলকিপিং নিয়ম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। লিভারপুল ও বোর্নমাউথের ম্যাচ দিয়ে শুক্রবার (১৫ আগস্ট) পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম।

এদিকে প্রিমিয়ার লিগ শুরুর আগে বেশকিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তা এক নজরে দেখে নেয়া যাক।

গোলকিপারদের সময় নষ্টে রাশ টানতে নতুন নিয়ম

এখন থেকে গোলকিপাররা হাত বা বাহু দিয়ে বল আটকে রাখতে পারবেন সর্বোচ্চ ৮ সেকেন্ড। এই সময়ের মধ্যে বল ছাড়তে না পারলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক।
রেফারি প্রথমে ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন, এরপর ৮ সেকেন্ডের মধ্যে বল না ছাড়লে শাস্তির মুখে পড়বে দল।
ওয়েস্ট হ্যামের ভাইস-চেয়ারম্যান ক্যারেন ব্র্যাডি একে “আজব টিমকারি” বলে আখ্যা দিয়েছেন।

ড্রেসিং রুমে ক্যামেরা ও খেলোয়াড়দের মধ্য বিরতির সাক্ষাৎকার

নতুন সম্প্রচার চুক্তি অনুযায়ী, ঘরোয়া ড্রেসিং রুমে প্রবেশাধিকার পাবে সম্প্রচারকারী চ্যানেলগুলো (স্কাই স্পোর্টস, টিএনটি স্পোর্টস)।

– প্রতি ক্লাব বছরে দু’বার এই অ্যাকসেস দেবে
– হাফটাইম বা বদলি হওয়া খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া যাবে
– ম্যাচের আগে ক্লাবকে অন্তত ৫ দিন আগে জানাতে হবে, এবং ক্লাবকে ৭২ ঘণ্টা আগে উত্তর দিতে হবে
– হাফটাইম সাক্ষাৎকার হতে হবে ‘পজিটিভ’ স্বরে, এবং ৮৫ মিনিটের আগে কোচ বা খেলোয়াড়ের সঙ্গে কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না

শুধু অধিনায়ক রেফারির সঙ্গে কথা বলতে পারবে

আইএফএবির নতুন গাইডলাইন অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র অধিনায়করা রেফারির সঙ্গে কথা বলার অনুমতি পাবে।

– অধিনায়ক না হলে, কথা বললে দেখা যেতে পারে হলুদ কার্ড
– গোলকিপার যদি অধিনায়ক হন, তবে একজন আউটফিল্ড খেলোয়াড়কে রেফারির সঙ্গে যোগাযোগের জন্য মনোনীত করা যাবে

পেনাল্টির নতুন নিয়ম

একজন খেলোয়াড় যদি পেনাল্টি নেওয়ার সময় ভুল করে দু’বার বল স্পর্শ করে ফেলেন, তবুও এখন থেকে রি-টেক (পুনরায় নেওয়া) করা যাবে।

পিচে না থাকা খেলোয়াড় বা কোচ বল স্পর্শ করলে শাস্তি

মাঠে না থাকা (সাবস্টিটিউট, বরখাস্তকৃত খেলোয়াড় বা কোচ) কেউ যদি বল ছোঁয়ানোর মাধ্যমে খেলায় হস্তক্ষেপ করেন, প্রতিপক্ষ দল পাবে ইনডাইরেক্ট ফ্রি কিক।

সূত্র: দ্য মিরর

সর্বশেষ সংবাদ

ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা মুভি’

মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ (Saiyaara), যেটিতে আনেৎ পাড্ডা ও আহান পাঁডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সম্প্রতি সিনেমাহলে মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ