ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জয়ে পাওয়া ১১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের বোনাস থেকে একটি অংশ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফুটবলার দিয়ওগো জোতা ও আন্দ্রে সিলভার পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেলসি এক খেলোয়াড়ের অংশ হিসেবে প্রায় চার লাখ পাউন্ড জোতা ও সিলভার পরিবারকে তুলে দিবে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও মানবিকতা যে বড় কিছু, চেলসির এমন উদ্যোগ তারই প্রমাণ। আর এই উদ্যোগটি ইতিমধ্যেই ইংল্যান্ড জুড়ে প্রশংসিত হয়েছে।
চেলসি দলের খেলোয়াড়রা জোতা ও সিলভার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। বিশেষ করে পর্তুগিজ তারকা পেদ্রো নেতো। তিনি জাতীয় দল ও উলভারহ্যাম্পটনে জোতার সঙ্গে খেলেছিলেন।
জোটার মৃত্যুতে নেতোকে ক্লাব বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দলে থেকে জয় ছিনিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং জোতার প্রতি উৎসর্গ করেন নিজের পারফরম্যান্স।
চেলসি কোচ এনজো মারেস্কার অধীনে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয়। এ জয়ের মাধ্যমে দলটি মোট ৮৪ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড অর্জন করে।
এর আগে, লিভারপুল ক্লাব ঘোষণা দেয়, জোটার স্মরণে তারা ক্লাবের সব স্তরে চিরতরে নম্বর ২০ জার্সি প্রত্যাহার করে নিচ্ছে।
এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ঘোষণা করেছে, মৌসুমের প্রথম সপ্তাহে সব ম্যাচেই জোটা ও সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন এবং স্টেডিয়ামে স্ক্রিনে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সূত্র: ইনসাইড ওয়ার্ল্ড ফুটবল