spot_img

ইসরায়েল ও তার মিত্রদের অর্থে চলা বিশ্ববিদ্যালয়ে আর পড়বে না ফিলিস্তিনিরা: রাষ্ট্রদূত ইউসুফ

অবশ্যই পরুন

ইসরায়েল ও তাদের মিত্রদেশগুলোর অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে আর প্যালেস্টাইনের শিক্ষার্থীরা পড়াশোনা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত অভিযোগ করেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মতো প্রতিষ্ঠানের নকশা পর্যন্ত ইসরায়েলি নাগরিক দ্বারা করা। তাই সেখানে প্যালেস্টাইনের মেয়েরা পড়াশোনা করবে না। এ সময় তাদের অনুরোধেই অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসা বাতিল করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্যালেস্টাইনের মেয়েদের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রকল্প নিয়েছিলেন। এ সময় তাদের অনুরোধে বর্তমান সরকার সেখান থেকে সরে আসায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কূটনীতিক।

সর্বশেষ সংবাদ

পুতিনের চোখে চোখ রেখে আলোচনা করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পর্যাপ্ত কৌশল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট...

এই বিভাগের অন্যান্য সংবাদ