spot_img

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

অবশ্যই পরুন

ফরিদপুর-যশোর মহাসড়কের কানাইপুর নতুন ব্রীজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫)। বরগুনা জেলার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) এবং নওগা জেলার বদলগাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার(২৩)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্সের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় এক নারী ও দুইজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেয়ার পর দুই জন পুরুষ নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, বাস দুইটি জব্দ করা হয়েছে। একটি বাসের চালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, অপর বাসের চালকের কোন খোজ এখনও পাইনি।

সর্বশেষ সংবাদ

পুতিনের চোখে চোখ রেখে আলোচনা করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পর্যাপ্ত কৌশল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট...

এই বিভাগের অন্যান্য সংবাদ