spot_img

হামজার দুর্দান্ত গোল, টাইব্রেকারে হেরে বিদায় লেস্টারের

অবশ্যই পরুন

কারাবাও কাপের প্রথম রাউন্ডেই নাটকীয় সমাপ্তির শিকার হলো লেস্টার সিটি। জন স্মিথ স্টেডিয়ামে হাডার্সফিল্ডের বিপক্ষে দু’বার লিড নিয়েও জয় নিশ্চিত করতে পারল না সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে এদিন হামজা চৌধুরীর দারুণ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল লেস্টার, কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। ভাগ্যের নির্মম পরিণতিতে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় ব্রেন্ডান রজার্সের শিষ্যদের, থেমে যায় তাদের ট্রফি জয়ের আশা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর দারুণ এক গোল লেস্টারকে এগিয়ে দেয়। ডি-বক্সের বাইরে থেকে সতীর্থকে পাস দেয়ার পর আবার বল ফিরে পেয়ে বাঁ-পায়ের নিখুঁত শটে ৪–৫ জন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে গোল করেন তিনি।

৬৫ মিনিটে সমতায় ফেরে হাডার্সফিল্ড। তবে তিন মিনিট পরই হ্যারি উইনকসের চমৎকার ফিনিশিংয়ে আবারও এগিয়ে যায় লেস্টার (২-১)। কিন্তু ৭৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা আক্রমণে ক্যামেরন এশিয়ার গোলে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা।

টাইব্রেকারে লেস্টারের তিন শট মিস করেন জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকঅ্যাতি। হাডার্সফিল্ড সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে সান্ডারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট, সান্ডারল্যান্ডের মাঠে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকে অবাক করে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

টেসলা নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে। এটি শেয়ারহোল্ডারেরা অনুমোদন করলে কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ