spot_img

পিএসজিকে বিদায় দোন্নারুম্মার

অবশ্যই পরুন

বাংলাদেশ সময় আজ বুধবার (১৩ আগস্ট) রাতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম হটসপার। উয়েফা সুপার কাপের জন্য ঘোষিত ফরাসি জায়ান্টদের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ২৬ বছর বয়সী ইতালিয়ান গোলকিপার।

গত কিছু দিন ধরেই পিএসজির প্রধান কোচ লুইস এনরিকের সঙ্গে দোন্নারুম্মার সম্পর্কের টানাপোড়েন চলছে বলে জানিয়েছিল ফ্রান্সের সংবাদমাধ্যম। দল ছাড়ার বার্তায়ও সেই ইঙ্গিতই দিলেন পিএসজির ট্রেবল জয়ের পথে বড় অবদান রাখা এই খেলোয়াড়।

তিনি এক পোস্টে লেখেন, দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন নির্ধারণ করেছেন, আমি আর দলের অংশ হতে পারব না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব না। এতে আমি হতাশ ও মর্মাহত।

পিএসজির মাঠে শেষবারের মতো একটি ম্যাচে মাঠে নেমে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করে দোন্নারুম্মা লেখেন, এই ক্লাবে খেলা এবং এই শহরে থাকতে পারাটা ছিল দারুণ সম্মানের। ধন্যবাদ প্যারিস।

এর আগে, দোন্নারুম্মাকে দল থেকে বাদ দেয়ার কঠিন সিদ্ধান্তের জন্য নিজেকেই শতভাগ দায়ী বলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার ভাষায়, ক্লাবটিতে যে প্রোফাইলের গোলরক্ষক প্রয়োজন, সেই চাহিদার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত শনিবার (৯ আগস্ট) লিল থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভিড়িয়েছে পিএসজি। যার ট্রান্সফার ফি ছিল ৪ কোটি ইউরো এবং সম্ভাব্য ১ কোটি ৫০ লাখ ইউরো বোনাস।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেভালিয়েকে মূলত নতুন নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবেই দলে আনা হয়েছে। যা দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

২০১৫ সালে পেশাদার ফুটবলে যাত্রা দোন্নারুম্মার। ছয় বছর শৈশবের ক্লাব এসি মিলানে খেলে ২০২১ সালে পাঁচ বছরের চুক্তিতে পাড়ি জমান তিনি পিএসজিতে। ইতালিয়ান এই গোলরক্ষক পিএসজি থেকে মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতন পেতেন বলে জানিয়েছে গণমাধ্যম।

সর্বশেষ সংবাদ

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ