বিগত সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করার কারণে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বদিউল আলম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হওয়ায় হাসিনাকে স্বৈরাচার হতে সহায়তা করেছিল।
তিনি আরও বলেন, জনগণ হলো রাষ্ট্রের মালিক। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। তাই নাগরিকের সচেতন-সোচ্চার-সংক্ষুব্ধ-প্রতিবাদী হওয়া ওটাই গণতন্ত্রকে সুসংহত করবে।
এসময় সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করা হয়। জনমত যাচাইয়ের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে সারাদেশে ১৫টি সংলাপের আয়োজন করা হয়। যার মধ্যে দিয়ে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়।
সুজন প্রস্তাবিত জাতীয় সনদটির খসড়া, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা হবে।