spot_img

আইপিএলে নিজের টিম না কেনার কারণ জানালেন সালমান

অবশ্যই পরুন

বলিউডের বহু তারকা যেমন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা আইপিএল টিমের মালিকানায় রয়েছেন, কিন্তু সালমান খান সেই তালিকায় নেই। সম্প্রতি তার নিজের আইপিএল টিম না থাকার কারণ জানিয়েছেন এই অভিনেতা নিজেই। সালমান জানান ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন তাকে একটি দলের মালিকানা দেয়ার প্রস্তাব এসেছে। তবে তিনি সেটি ফিরিয়ে দেন।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সালমান জানান আমাকে যখন আইপিএলের টিম কেনার প্রস্তাব দেয়া হয় আমি তাদের না করে দেই। তখন অভিনেতাকে প্রশ্ন করা হয় সেই সিদ্ধান্তের জন্য আফসোস আছে কি না। জবাবে বলিউডের ভাইজান হেসে বলেন, সিদ্ধান্ত তো আমি নিজেই নিয়েছিলাম তাই আফসোস নেই। আমি খুশি আছি। আর এখন মনে হয় আইপিএলের জন্য আলাদা করে সময় দেয়ার বয়স নেই।

পেশাগত জীবনে সালমান বর্তমানে নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন, যা ২০২০ সালের লাদাখে ভারত-চীন সংঘর্ষের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। পরিচালক অপূর্বা লাখিয়া এই সিনেমাটির পরিচালনা করছেন। অন্যদিকে সালমানকে ‘বিগ বস ১৯’ এর হোস্ট হিসেবেও দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে আর টস জিততে পারলেন না লিটন কুমার দাস। তাই বদলে গেল বাংলাদেশের ভাগ্য। এবার টস জিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ