spot_img

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড। আগামী এক মাসের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। খবর আনাদুলুর

রাষ্ট্রীয় রেডিও নিউজিল্যান্ডের খবরে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে তিনি এই বিষয়ে আলোচনা করেন এবং সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিবেচনা করে আগামী সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবে।

পিটার্স জানান, তিনি সেপ্টেম্বরের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন এবং সেসময় নিউজিল্যান্ড সরকারের অবস্থান জাতিসংঘের কাছে তুলে ধরবেন।

যদিও এই ঘোষণা গাজা বা ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে নিউজিল্যান্ডের বর্তমান অবস্থানে কোনো তাৎক্ষণিক পরিবর্তন আনবে না, তবে নির্ধারিত সময়সীমা থেকে ধারণা করা হচ্ছে, ওয়েলিংটন হয়তো পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে তাল মিলিয়ে স্বীকৃতির পথে এগোতে পারে।

নিউজিল্যান্ডের এই পদক্ষেপের ঘোষণা আসার দিনেই অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ইতোমধ্যেই ফ্রান্সও জানিয়েছে, তারা ওই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল নির্ধারিত কিছু শর্ত পূরণে ব্যর্থ হলে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে এগোবে।

পিটার্স উল্লেখ করেন, গাজায় মানবিক বিপর্যয় বিশ্ব এজেন্ডায় যথার্থভাবেই শীর্ষে রয়েছে এবং নিউজিল্যান্ড এই বিষয়টিকে সতর্ক, পদ্ধতিগত ও সুচিন্তিতভাবে বিবেচনা করছে। তিনি বলেন, “আমরা লক্ষ্য রাখব যে, উপত্যকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আমাদের ঘনিষ্ঠ অংশীদাররা স্বীকৃতির বিষয়ে বিভক্ত এবং বিভিন্ন আরব রাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় তাদের কোনো ভবিষ্যৎ ভূমিকা থাকা উচিত নয়।”

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ