spot_img

‘ফিলিস্তিনিদের জন্য জালিমের ভূমিকায় ইসরায়েল—এটা থামানো হবে’

অবশ্যই পরুন

জাতিসংঘের র‌্যাপোর্টিয়ার ফ্রানচেস্কা আলবানিজ গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা চলমান গণহত্যা থামানোর ব্যাপারে নিজের ও সমমনা মানুষের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলকে জালিম বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক এই বিশেষ র‌্যাপোর্টিয়ার শনিবার ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভিকে এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই গণহত্যা থামাবো, প্রশ্ন হলো—কবে। মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে, তারা আমার প্রতি নয়, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে চায়।’

আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আলোচনার বিষয়। কিন্তু ইসরায়েল ও তার মিত্ররা— বিশেষ করে যুক্তরাষ্ট্র এই অধিকারগুলোকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে বাতিল করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ইসরায়েল নিজেদের অবৈধ বসবাসকারীদের জন্য নিজেদের গণতন্ত্রিক বলে অথচ ৫০ লাখ ফিলিস্তিনির জন্য তারা সামরিক স্বৈরতন্ত্র বা জালিমের ভূমিকায়।

তিনি বলেন, এই স্বৈরতন্ত্র বজায় রাখতে ইসরায়েল ২১শ’ শতাব্দীর আধুনিক প্রযুক্তি, অস্ত্র, গোয়েন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, যা অন্যান্যরাও অনুকরণ করতে পারে।

তবে, আলবানিজ জোর দিয়ে বলেন, তেল আবিবকে অবশ্যই ‘শাস্তি দেওয়া উচিত’। যেমনটি অন্য যেকোনো অপরাধী রাষ্ট্রের ক্ষেত্রে করা হয়।

২০২৪ সালের মার্চে আলবানিজ বলেছিলেন, ইসরায়েল অন্তত তিনটি গণহত্যার কাজ করেছে। ১. গণহত্যার উদ্দেশ্যে মানুষ হত্যা। ২. গাজাবাসীদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পদক্ষেপ। এবং ৩. তাদের ওপর গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা।

তিনি বলেন, এই পদক্ষেপগুলো একটা অংশকে মুছে ফেলার চেষ্টা, যা একটি দীর্ঘস্থায়ী বর্ণবাদী শাসন দ্বারা পরিচালিত হচ্ছে।

এই বছরের শুরুতে আলবানিজ একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে অনেক কোম্পানিকে অভিযুক্ত করা হয় ইসরায়েলের ‘দখলের অর্থনীতি; এবং এখন ‘গণহত্যার অর্থনীতি’তে অবদান রাখার জন্য।

এর পরপরই যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং ‘ইহুদিবিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ সংবাদ

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি: সিপিডি

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ