spot_img

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

অবশ্যই পরুন

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেকশন (নির্বাচন) তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাআল্লাহ।

নির্বাচনে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, প্রথমত, বিশৃঙ্খলা করবার সুযোগই থাকবে না। আর এমনি ইচ্ছা করলো, গোলমাল করলো, আর নির্বাচন ক্যান্সেল করে দিলাম তা তো না। প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় আসলেই ক্যান্সেল করার মতো তাহলে হবে।

এর আগে, সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, গত নির্বাচনে যে সব প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। এখনই নির্বাচনের তফসিল ঘোষণা নয়। তফসিল ঘোষণার দুই মাস আগে তারিখ জানানো হবে। তবে স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সর্বশেষ সংবাদ

অমিতাভ বচ্চনকে ৬ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে চড় খান পরিচালক

বলিউডে অনেক সময় দেখা যায়, পরিচালকরা অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামী উপহার দেন। এরকমই এক ঘটনা ঘটেছিল ২০০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ