একজন বিশ্বসেরা অল-রাউন্ডার, অন্যজন ‘হিটম্যান’ খ্যাত বিস্ফোরক ব্যাটার তথা ভারতের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক। লন্ডনের রাস্তায় দেখা হলো দুজনের। দেখা হতেই খোশগল্পে মেতে উঠলেন সাকিব আল হাসান এবং রোহিত শর্মা। তাদের সেই সাক্ষাতের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যে ইংল্যান্ড গিয়েছিলেন রোহিত। সিরিজের শেষ ওভাল টেস্ট তিনি মাঠে বসে দেখেছেন। এক বন্ধুর সাথে লাইন ধরে টিকিট কেটে ওভালে ঢুকতে দেখা গেছে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই তারকাকে। রোমাঞ্চকর সেই টেস্টে ভারত অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে সিরিজ ড্র করে। এরপর লন্ডনেই সময় কাটাচ্ছেন ভারতের ‘হিটম্যান’। সাকিব-রোহিতের এই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে সাকিব আল হাসান এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেন না। এ দেশ ও দেশ ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। তিনি ফিটনেস নিয়ে কাজ করার জন্য লন্ডনে গেছেন বলে জানা গেছে। যদিও বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। সাকিবের বিলেতযাত্রার উদ্দেশ্য যেটাই হোক না কেন, রোহিতের সঙ্গে তার এই সাক্ষাত দুই দেশের সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব আর খেলাধুলার সৌন্দর্যের এক সুন্দর ছবি হয়ে থাকবে।