যৌনকর্মী পেশাকে নয়, নারীদের অধিকার নিশ্চিত করতেই নারী সংস্কার কমিশন করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এটাকে কেউ কেই ভুল বুঝে সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে কথা বলেছেন। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জুলাই কন্যাদের সমন্মানা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফরিদা আখতার বলেন, কেউ স্বেচ্ছায় যৌন পেশা বেছে নেন না। জীবনের তাগিদে বাধ্য হয়ে যারা এই পেশায় আসেন তাদের সুরক্ষায় এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চেয়েছে সরকার বলে জানান তিনি। মূলত, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে যৌনকর্মী পেশাকে স্বীকৃতি দেয়া হয়েছে আয়োজকদের এমন সমালোনার জবাবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা নারীদের সমন্মাননা দেয়া হয়।