গাজীপুরে প্রকাশ্যে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ফারিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ভুক্তভোগীর মা আনোয়ারা হোসেন বাদী হয়ে মহানগর সদর থানায় মামলা করেন। মামলায় সৌরভ, রক্তিম ও ফরিদসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। পরে, গাজীপুরের কলাপট্টি এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করে পুলিশ।
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে পিটিয়ে আহত, গ্রেফতার ১
সারাদেশ | 8th August, 2025 4:44 pm
গাজীপুরে প্রকাশ্যে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ফারিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ভুক্তভোগীর মা আনোয়ারা হোসেন বাদী হয়ে মহানগর সদর থানায় মামলা করেন। মামলায় সৌরভ, রক্তিম ও ফরিদসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। পরে, গাজীপুরের কলাপট্টি এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য,বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর মেট্রো থানার কাছে এ ঘটনা ঘটে। সেসময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
পরবর্তীতে তার ওপর হামলার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেললাইনের উত্তর পাশের ফলের দোকানগুলোর সামনের রাস্তায় এক যুবককে কতিপয় দুর্বৃত্ত মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় কয়েকজন ওই যুবককে এলোপাতাড়ি মারছে। লাঠি দিয়ে আঘাত করছে, কেউ লাথি মারছে। কিছু দূর টেনে নেওয়ার পর এক দুর্বৃত্ত ইট নিয়ে যাচ্ছে আঘাত করার জন্য। একপর্যায়ে সে ইট দিয়ে একাধিকবার আঘাত করে পা ও শরীর থেঁতলে দেয় তারা।
এদিকে মারধরের পর তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। চাঁদাবাজি নিয়ে সংবাদের জেরে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হামলার শিকার ওই সাংবাদিক।