spot_img

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমের খালাস

অবশ্যই পরুন

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরের বছরের ৪ আগস্ট অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সেই মামলায় তাদের ১০ বছরের সাজা ঘোষণা করে আদালত।

সর্বশেষ সংবাদ

রেকর্ড পরিমাণে কমলো জাপানের জনসংখ্যা

জাপানে জনসংখ্যা হ্রাসের হার আরও তীব্র আকার ধারণ করেছে। ২০২৪ সালে দেশটির জনসংখ্যা কমেছে ৯ লাখ ৮ হাজার ৫৭৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ