spot_img

টলিউড অভিনেতাকে নিয়ে দিতিপ্রিয়ার বিস্ফোরক বক্তব্য

অবশ্যই পরুন

টেলিভিশনের পর্দায় জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের রসায়ন দেখলে দর্শক মুগ্ধ হলেও বাস্তব জীবন যেন তার সম্পূর্ণ উল্টো। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সহ-অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ এনেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তার অভিযোগ, সহকর্মীর একাধিক আচরণ তাকে অসম্মানিত ও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। পাল্টা জবাবে জিতু বলেন, “ও একদমই বাচ্চা মেয়ে। অপরিণত।”

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, সাজামিক যোগাযোগমাধ্যমে  দিতিপ্রিয়া নিজের পোস্টে জানান, একটি ছবি ঘিরে এই সমস্যার সূত্রপাত। প্রোডাকশন টিমের দেয়া একটি ছবি জিতু সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যা দিতিপ্রিয়ার পছন্দ হয়নি। পরে ছবিটি মুছে ফেললেও, একাধিক সাক্ষাৎকারে জিতু দাবি করেন, দিতিপ্রিয়ার পোস্টে খারাপ মন্তব্য আসায় তিনি কষ্ট পেয়েছেন। দিতিপ্রিয়ার বক্তব্য, আমি তো তার সঙ্গে কথাই বলিনি! তাহলে আমার হয়ে কথা বলার কী দরকার? তিনি আরও জানান, সহ-অভিনেতা প্রথম এক মাস পর থেকেই তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা বন্ধ করে দেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতেন।

তার অভিযোগের সবচেয়ে বিতর্কিত অংশ জিতু নাকি একবার তাকে জিজ্ঞেস করেন, তুমি কি প্রেগন্যান্ট? একটি ইভেন্টে না যাওয়ার কারণ হিসেবে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের কথা জানালে এই প্রশ্ন করেন তিনি। এছাড়াও, দিতিপ্রিয়ার দাবি, জিতু একবার মাঝরাতে একটি এআই দ্বারা তৈরি ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে লেখেন, “বয়ফ্রেন্ডকে পাঠাও, এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।” আরেকবার মেসেজে বলেন, “তোমার সঙ্গে কথা আছে, কিন্তু কাকিমা যেন না জানেন, ওনাকে ভয় পাই।”

সোজাসাপটা ভাষায় দিতিপ্রিয়া বলেন, সবকিছু মজার ছলে নেয়া যায় না। ইয়ার্কি থামাতে না জানলে একসঙ্গে কাজ করাও কঠিন হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করেছি পেশাদারিত্ব বজায় রাখতে। আমি যাকে পছন্দ করব না, তাকে ব্যক্তিগতভাবে মেসেজ করব কেন? ইন্ডাস্ট্রি বলে কি অনুমতি ছাড়াই যেকোনো কথা বলা যায়? ১৫-১৬ বছরের ছোট কাউকে প্রেগন্যান্সির ইয়ার্কি করা কি কখনও শোভন?

এই অভিযোগের প্রেক্ষিতে দেয়া প্রতিক্রিয়ায় জিতু কামাল বলেন, “হা হা হা—ও একদমই বাচ্চা মেয়ে। অপরিণত। এর চেয়ে বেশি কিছু বলার নেই। এটা আমার মায়ের শিক্ষা আমি কাউকে কখনও অমর্যাদা করি না। অভিনেত্রী সঙ্গে আবারও কাজ করার বিষয়ে কোনো অসুবিধা নেই। তার বক্তব্য, “আমি খুব পেশাদার। কাজকে কখনো ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলাই না।”

সর্বশেষ সংবাদ

গাজা দখল করার সিদ্ধান্ত ইসরায়েলের: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় বাধা দেবেন না। স্থানীয় সময় মঙ্গলবার (৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ