spot_img

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চিঠি ছয় শতাধিক সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার

অবশ্যই পরুন

গাজার চলমান ভয়াবহ যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ছয় শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা। খবর আনাদুলুর।

এক খোলা চিঠিতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান, যাতে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, আন্তরিক গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন, এবং সাবেক উপ-সেনাপ্রধান মাতান ভিলনাইসহ শত শত সাবেক সেনা, গোয়েন্দা, কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা।

চিঠিটি প্রকাশ করেছে ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের সংগঠন ইসরায়েলের নিরাপত্তার জন্য কমান্ডার (সিআইএস)। চিঠিতে তারা লিখেছেন: “গাজা যুদ্ধ বন্ধ করুন! সাবেক সেনা, মোসাদ, শিন বেত, পুলিশ ও কূটনৈতিক প্রতিনিধিদের বৃহত্তম সংগঠন সিআইএস-এর পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাই-এই যুদ্ধ বন্ধে নেতৃত্ব দিন।”

তারা আরও লিখেছেন, “আপনি লেবাননের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। এখন সময় গাজার জন্য একই কাজ করার।”

চিঠিতে স্পষ্টভাবে বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে। তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতা তৈরি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া গাজা উপত্যকার অবকাঠামো সম্পূর্ণ বিধ্বস্ত, হাসপাতাল, স্কুল, জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং অঞ্চলটি এখন চরম দুর্ভিক্ষের মুখে।

সিআইএস-এর মতে, এই যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য আত্মঘাতী। চিঠিতে তারা যুক্তি তুলে ধরে বলেন, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি শত্রুতা আরও বাড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের অবস্থান দিন দিন দুর্বল করে তুলছে এবং ভবিষ্যতে সহিংসতার চক্রে দেশটিকে জড়াচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, “নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়া মানে কেবল রাজনৈতিক টিকে থাকার চেষ্টা। এতে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ছে।”

সর্বশেষ সংবাদ

মহেশ বাবুর ‘এসএসএমবি ২৯’ ছবিতে নতুন চমক

মহা প্রত্যাশিত মহেশ বাবু–এস এস রাজামৌলির অ্যাকশন-অ্যাডভেঞ্চার প্রজেক্ট ‘এসএসএমবি২৯’ আপাতত থেমে গেল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কেনিয়ার জাতীয় উদ্যানে শুটিং...

এই বিভাগের অন্যান্য সংবাদ