spot_img

খাবার নিতে গিয়ে চোখে গুলি খেল ফিলিস্তিনি শিশুটি

অবশ্যই পরুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। আবদুল রহমান আবু জাজার নামের এই শিশুটি তার পরিবারের সদস্যদের জন্য খাবারের খোঁজে বেরিয়েছিল। তার বাম চোখে গুলি লেগেছে। সোমবার (৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ চিত্র।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে জাজারের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ১৫ বছর বয়সী আবদুল রহমান আবু জাজারের বাম চোখে গুলি লেগেছিল এবং তার দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা নেই। অবরুদ্ধ গাজার বাসিন্দারা যখন অনাহারে ভুগছে, তখন এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল-জাজিরাকে জানায়, গত রাতে প্রায় দুইটার দিকে সে প্রথমবারের মতো গাজার আল-মুনতাজাহ পার্কের একটি ত্রাণ সরবরাহকেন্দ্রে গিয়েছিল। সেখানে পৌঁছাতে তার প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছিল। জাজার জানায়, ‘আমার ও ভাইবোনদের খাওয়ার মতো কিছু ছিল না, তাই সেখানে গিয়েছিলাম।’

জাজারের বর্ণনায়, ত্রাণকেন্দ্রে পৌঁছানোর পর ভিড়ের মধ্যে দৌড়ানোর সময় ইসরায়েলি সেনারা গুলি শুরু করে। সে বলে, ‘আমি আরও তিনজনের সঙ্গে ছিলাম। আমরা তিনজন আহত হই।’

গুলি লাগার পর তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো অনুভূতি হয় এবং সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর জানতে পারে সে গুলিবিদ্ধ হয়েছে। জাজার জানায়, ইসরায়েলি সেনারা তখনও অবিরাম গুলি ছুড়ছিল। ভয়ে সে আল্লাহর কাছে দোয়া পড়ছিল। জাজারের চোখে অস্ত্রোপচার করা হয়েছে এবং সে আশা করে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে।

সর্বশেষ সংবাদ

হাজারো শহিদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে: প্রধান উপদেষ্টা

জুলাইয়ে শহিদদের ত্যাগ জাতিকে একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী...

এই বিভাগের অন্যান্য সংবাদ