spot_img

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

সেখানে তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল- পিএমএলএন’এর প্রধান নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানি প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

লাহোরে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কবরে শ্রদ্ধা জানান পেজেশকিয়ান। এরপর সেখান থেকে ইসলামাবাদে পৌঁছান তিনি। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাথে বৈঠক করবেন ইরানি প্রেসিডেন্ট।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা উন্নত করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

পেজেশকিয়ানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ওয়াশিংটনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওই বৈঠকে দার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ সহজতর করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান শুক্রবার জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা হ্রাসে ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।

উল্লেখ্য, জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘অস্তিত্বগত হুমকি’ উল্লেখ করে হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, তবে পরে যুদ্ধবিরতি ঘোষণা করে ১২ দিনের যুদ্ধের অবসান ঘটায়।

সর্বশেষ সংবাদ

মেসির ইনজুরি নিয়ে যে তথ্য দিল ইন্টার মায়ামি

লিওনেল মেসির ফের চোট পাওয়া ঘিরে আবারও দুশ্চিন্তায় তার ভক্ত-সমর্থকরা। লিগস কাপের দ্বিতীয় ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলতে নেমে রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ