spot_img

বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা

অবশ্যই পরুন

পপ সুপারস্টার মাইকেলের এক জোড়া ব্যবহৃত মোজা বিক্রি হয়েছে ফ্রান্সে। যা তিনি ১৯৯৭ সালে ফ্রান্সে একটি কনসার্টে পরেছিলেন।

ফরাসি নিলামকারী অরোর ইলি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

অরোর ইলি জানান, ১৯৯৭ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর নাইমস-এ কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত মোজাটি ফেলে দেয়া অবস্থায় পেয়েছিলেন। বিক্রয়ের জন্য রাখার আগে এটি ২৮ বছর ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল।

১৯৯৭ সালে তার হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় স্ব-শৈলীর ‘কিং অফ পপ’ সাদা অ্যাথলেটিক মোজা পরেছিলেন। নিলামে এটি প্রায় ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। যার দাম দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা।

এছাড়া জ্যাকসনকে তার হিট বিলি জিন পরিবেশনার ক্লিপগুলোতেও মোজাজোড়া পরতে দেখা যায়।

ওয়েবসাইটে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, অফ-হোয়াইট মোজাটি দাগে ঢাকা পড়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটিতে বসানো পাথরগুলো হলুদ হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তার মনে হচ্ছে না। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ