spot_img

মালয়েশিয়ায় সড়কে গেলো ৩ বাংলাদেশির প্রাণ, আহত ২

অবশ্যই পরুন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশি নাগরিক। এতে আহত হয়েছেন আরও ২ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামার প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত এসপি মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণিরাম চন্দ্র বাস (৪০)। তাদেরকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এসব বিষয় তদন্তে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের ১৯৮৭ সালের ৪১ (১) ধারা অনুযায়ী তদন্ত করছে পুলিশ, যা বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর মাধ্যমে প্রাণহানির ঘটনার জন্য প্রযোজ্য।

পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলায় মজুত সোনা ও হীরার ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশ্বের বৃহত্তম তেলের মজুতসমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলার মাটির নিচে তেলের পাশাপাশি বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ