spot_img

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

অবশ্যই পরুন

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় কংগ্রেসের এমপি রণদীপ সিং অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘সালতানাত-ই বাংলা’ নামের একটি সংগঠন ‘গ্রেটার বাংলাদেশ’ নামের মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস।

এ নিয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান রাজ্যসভায় কংগ্রেসের এমপি। তিনি আরও জানতে চান, বাংলাদেশে তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার নিরাপত্তা প্রভাব বিষয়ে সরকার কোনো মূল্যায়ন করেছে কিনা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা।

সেই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের ওপর গভীরভাবে নজর রাখছে দিল্লি এবং তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। এমনকি ‘সালতানাত-ই বাংলা’ নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে, এমনটিও নিশ্চিত করেন জয়শঙ্কর।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ