spot_img

সৌদিতে ওমরাহযাত্রীদের ঢল, ১০৯ দেশ থেকে হাজির ১২ লাখের বেশি মুসল্লি

অবশ্যই পরুন

চলতি ওমরাহ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশি মুসল্লি পবিত্র ওমরাহ পালনে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ১০৯টি দেশ থেকে আগত এসব ধর্মপ্রাণ মানুষের আগমনে বিশ্বজুড়ে উমরাহর প্রতি আগ্রহ এবং সৌদির আধুনিক ব্যবস্থাপনার প্রতিফলন দেখা যাচ্ছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার ওমরাহ ভিসাধারীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ভিসা ইস্যু হয়েছে ২৭ শতাংশ বেশি। পাশাপাশি দেশি ওমরাহ সার্ভিস প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আন্তর্জাতিক এজেন্টদের মধ্যে ৪ হাজার ২০০টিরও বেশি পার্টনারশিপ চুক্তি হয়েছে, যা বিশাল সংখ্যক যাত্রী সামলাতে সৌদি সক্ষমতাকে আরও জোরালো করেছে।

ওমরাহ মৌসুম চালু হয়েছে সৌদি সরকারের নুসুক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ভিসা প্রক্রিয়ায়। ভিশন ২০৩০-এর অংশ হিসেবে সৌদি আরব ধর্মীয় পর্যটনকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে।

নুসুক অ্যাপের মাধ্যমে মুসল্লিরা সরাসরি ওমরাহ পারমিট পেয়ে যাচ্ছেন। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে বুকিং, অনুমতি ও প্রয়োজনীয় সেবা সহজেই একত্রে পাওয়া যাচ্ছে।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ সংবাদ

১২ বছর বয়সে পদক জিতে চীনা সাঁতারুর রেকর্ড

মাত্র ১২ বছর বয়সে যু জিদি পুলে নেমে গড়েছে বিশ্বসাঁতারের নতুন রেকর্ড। অথচ এই বয়সী অনেকেই থাকে পড়াশোনায় মগ্ন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ