spot_img

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলেই মিলবে ফ্যাসিবাদমুক্তি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারেন, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশে’ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। নতুন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। এ লড়াইয়ে কাজ করে যেতে হবে।

আলোচনার মাধ্যমে বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ট্যারিফ কমিয়ে আনায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েক দিন আগে আমেরিকা দেশের ওপর ট্যারিফ আরোপ করেছিল। আমাদের পণ্যের ওপর শুল্ক বসিয়েছিল। কিন্তু উপদেষ্টারা তাদের সঙ্গে আলোচনা করে সেই ট্যারিফ ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

তিনি আরও বলেন, যারা ব্যাংক লুট, চাঁদাবাজি করছে—তাদের বিষয়ে কোনো আপস করবে না বিএনপি। এমনকি জনভোগান্তি লাঘবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

সর্বশেষ সংবাদ

টটেনহ্যামের সঙ্গে এক দশকের যাত্রার ইতি টানার ঘোষণা সনের

টটেনহ্যামের সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানছেন সন হিউং-মিন। প্রিমিয়ার লিগের এই দক্ষিণ কোরিয়ান তারকা নতুন মৌসুম শুরুর আগেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ