spot_img

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল!

অবশ্যই পরুন

পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম ও অন্যান্য সূত্র এই তথ্য বরাত এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর দ্বারা উপস্থাপিত এবং ব্যাপকভাবে অনুমোদিত শর্তগুলো পূরণ হলে, সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে।

তবে এই সিদ্ধান্ত গ্রহণের আগে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দ্য সুজা এবং সংসদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, অতীতেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য কিছু শর্ত ও মূলনীতি ব্যাখ্যা করা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল—সেসব দেশের সঙ্গে একমত হওয়া যাদের সঙ্গে পর্তুগালের স্থায়ী আলোচনা রয়েছে এবং যারা এই আন্তর্জাতিক সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক জয়: ড্যানিলোভিচ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ শতাংশ শুল্কহার নির্ধারণকে অন্তর্বর্তী সরকারের আলোচনাভিত্তিক কূটনৈতিক পদ্ধতির একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ