spot_img

বড় পরিবর্তন এলো গুগল সার্চে

অবশ্যই পরুন

সার্চ ইঞ্জিনকে আরও দক্ষ ও ব্যবহারবান্ধব করতে গুগল চালু করেছে নতুন একটি এআই-চালিত ফিচার, যার নাম ‘ওয়েব গাইড’। গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহারের মাধ্যমে এই ফিচারটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের সার্চ ফলাফলগুলোকে আরও সংগঠিত, পরিষ্কার ও তথ্যসমৃদ্ধভাবে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি “how to care for a mango tree” সার্চ করেন, ওয়েব গাইড প্রথমে প্রাসঙ্গিক দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে, তারপর এআই-উৎপাদিত একটি সংক্ষিপ্ত সারাংশ এবং সবশেষে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো অন্যান্য ফলাফল দেখাবে। নতুন এই ফিচার গুগলের সার্চ অভিজ্ঞতাকে একধাপ এগিয়ে নিলো।

যারা খুব নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচার অনেক উপকারী হবে। গুগল বলছে, আপনি চাইলে এখনো আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন, তবে ভবিষ্যতে এটি “All” ট্যাবে চলে আসবে।

আপনি চাইলে গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন। এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাই শুধু যারা চাচ্ছেন, তারাই এটি ব্যবহার করতে পারবেন।

আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসাথে দেখাত, এখন গুগল সেগুলোকে থিম বা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিচ্ছে। যা তরুণ ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সহায়ক। এটি শুধু সময় বাঁচায় না, বরং ভুলভাল তথ্যের ঝামেলাও কমাবে।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল!

পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর। আজ বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ