spot_img

মশার কামড়ের চুলকানি কমাবেন যেভাবে

অবশ্যই পরুন

বর্ষাকালে মশার উপদ্রব বেড়ে যায় অনেকটাই, আর সেই সঙ্গে বাড়ে চুলকানির ঝামেলাও। মশার কামড়ে শুধু অস্বস্তিই হয় না, তা হয়ে উঠতে পারে নানা রোগের পূর্বাভাসও। বিশেষজ্ঞরা বলছেন, মশার লালায় থাকা উপাদান আমাদের শরীরের প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করে তোলে, যার ফলে ফোলাভাব, লালচেভাব ও তীব্র চুলকানি দেখা দেয়। সঠিকভাবে যত্ন না নিলে এই চুলকানি থেকে সংক্রমণও হতে পারে। তাই সময়মতো ব্যবস্থা নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক, মশার কামড়ের কারণে চুলকানি হলে তা দূর করার সহজ কিছু উপায়।

১. কোল্ড কম্প্রেস

ফোলাভাব ও চুলকানি দূর করার দ্রুততম এবং সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো কোল্ড কম্প্রেস। একটি বরফের প্যাক বা ঠান্ডা, ভেজা কাপড় ব্যবহার করুন এবং কামড়ের জায়গায় ১০-১৫ মিনিটের জন্য লাগান।

২. অ্যালোভেরা

অ্যালোভেরার প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য রয়েছে যা চুলকানি এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। লালচেভাব এবং ফোলাভাব কমাতে মশার কামড়ের স্থানে খাঁটি অ্যালোভেরা জেল লাগান।

৩. বেকিং সোডা পেস্ট

বেকিং সোডা এবং পানি দিয়ে তৈরি একটি পেস্ট তৈরি করুন। এটি ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। মশার কামড়ের স্থানে পেস্টটি লাগান, ১০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর ধুয়ে ফেলুন।

৪. গরম চামচ পদ্ধতি

এই পদ্ধতিতে একটি ধাতব চামচ গরম পানিতে ভিজিয়ে নিয়ে মশার কামড়ের কারণে আক্রান্ত স্থানের উপর চেপে ধরে। এই উষ্ণতা জ্বালা সৃষ্টিকারী প্রোটিনগুলোকে নিস্তেজ করে চুলকানি বন্ধ করতে কাজ করে।

৫. ভিনেগার

আপেল সিডার ভিনেগার বা সাদা ভিনেগার মশার কামড়ের চুলকানি দূর করতে সাহায্য করতে পারে। মশার কামড়ের ফলে আক্রান্ত স্থানে সরাসরি এক ফোঁটা লাগান অথবা ভিনেগারে ভেজানো কাপড় ব্যবহার করে উপশম করুন।

সর্বশেষ সংবাদ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হলে ভারতের ওপর ২৫%...

এই বিভাগের অন্যান্য সংবাদ