spot_img

যেসব আমলে মহান রব বান্দার গুনাহ মাফ করে দেন

অবশ্যই পরুন

গুনাহ শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত হলেও এটি মূলত একটি ফার্সি শব্দ। সাধারণভাবে যার অর্থ দ্বারায় পাপ বা অন্যায়। মহান রাব্বুল আলামিনের নির্দেশের পরিপন্থি সব কাজই গুনাহ হিসেবে বিবেচিত হয়। আর গুনাহ বা পাপ মূলত ২ ধরনের হয়ে থাকে- ‘সগিরা’ বা ছোট গুনাহ এবং ‘কবিরা’ বা বড় গুনাহ।

এ ক্ষেত্রে সগিরা গুনাহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ হলেও তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এমনকি কোনো কোনো কবিরা গুনাহের ক্ষেত্রে তওবা না করে মারা গেছে নিশ্চিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার কথাও হাদিসে এসেছে। আর গুনাহ মাফের অন্যতম উপায় হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা।

এজন্য পাপ বা গুনাহ হয়ে গেলে পবিত্র হতে মহান রবের কাছে তওবার বিকল্প নেই। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবহমান।’ (সুরা আত-তাহরীম, আয়াত: ৮)

অন্যদিকে গুনাহ হয়ে গেলে যদি কেউ খাঁটি তওবা করে তবে মহান রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা’য়ালা বান্দার তওবার কারণে সেই লোকটির চাইতেও বেশি খুশি হন, যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে তা আবারও পেয়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৭০)

এজন্যই আল্লাহর গুণবাচক ৯৯টি নামের মধ্যে ‘তাওয়াব’ (التواب) বা তওবা কবুলকারী, ‘আল-আফুর’ (الْعَفُوُّ) বা গুনাহ ক্ষমাকারী এবং ‘আল-গাফুর’ (الْغَفُورُ) বা পরম ক্ষমাশীল ইত্যাদি নাম রয়েছে।

এ ক্ষেত্রে বেশকিছু আমল রয়েছে, যেগুলো করলে মহান রাব্বুল আলামিন বান্দার সগিরা বা ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে এসব আমলের কথা এসেছে। এরমধ্যে কয়েকটি আমল নিচে তুলে ধরা হলো-

আল্লাহকে রাজিখুশি করতে বেশি বেশি সিজদা করা

মা’দান ইবনু তালহা আল-ইয়ামুরী (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যখনই কোনো বান্দা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, তখনই এতে আল্লাহ তা’য়ালা তার দরজা বুলন্দ করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৮৮)

বেশি বেশি তওবা করা

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তবে তারা নয়, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সুরা ফুরকান, আয়াত: ৭০)

নিয়মিত তাসবিহ পাঠ

সা’দ (রা.) বলেন, রাসুল (সা.) একদিন তার সঙ্গে উপবিষ্ট কিছু লোককে বললেন- তোমাদের কেউ কি এক হাজার নেকী অর্জনে অক্ষম? উপবিষ্টদের একজনে প্রশ্ন করলেন, কেমন করে আমাদের একজন এক হাজার নেকি (সওয়াব) অর্জন করতে পারবে? তিনি (নবীজি) বললেন, তোমরা একশবার তাসবিহ (সুবহান আল্লাহ- سبحان الله) পাঠ করবে। এতে এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুনাহ মুছে ফেলা হবে। (তিরমিজি, হাদিস: ৩৪৬৩; সহিহ মুসলিম, হাদিস: ৬৬০৭)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কেউ যদি একশতবার ‘সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহী’ পাঠ করে, তবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দেয়া হবে। (তিরমিজি, হাদিস: ৩৪৬৬)

হজ-ওমরা করা

ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরা আদায় করো। কেননা এ দু’টি ধারাবাহিকভাবে আদায় করলে তা দারিদ্র ও গুনাহ দূরীভূত করে, যেমন হাপর (কামারের চুল্লিতে আগুন জ্বালাতে বাতাস সরবরাহকারী যন্ত্রবিশেষ) লোহার মরিচা দূর করে। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ২৮৮৭; মেশকাত, হাদিস: ২৫২৪)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত অপর একটি হাদিসে এসেছে, আমি রাসুল (সা.) কে বলতে শুনেছি- যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশু, যাকে তার মা এ মুহূর্তেই প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে। (সহিহ বুখারি, হাদিস: ১৪৩১)

মুসাফাহ করা

বারা ইবন আযিব (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- দুই মুসলিমের যখন সাক্ষাৎ হয় আর তারা পরস্পর মুসাফাহ করে তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তা’য়ালা তাদের (গুনাহ) মাফ করে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ২৭২৭)

খাবার খাওয়া ও কাপড় পরার সময় দোয়া করা

সাহল ইবনু মু’আয ইবনু আনাস (রহ.) তার বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি খাওয়ার পরে নিচের দোয়াটি পাঠ করবে তার আগে-পরের সব গুনাহ ক্ষমা করা হবে।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ 

বাংলা: ‘আলহামদু লিল্লাহিল্লাজি আত্‌আমানি হাজাত ত্বাআমা ওয়া রাযাক্বানিহি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়া লা কুউওয়াতিন।’

অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমার পক্ষ থেকে কোনো কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই রিজিক দান করলেন।’

নবীজি (সা.) আরও বলেন- যে ব্যক্তি কোনো কাপড় পরার সময় নিচের দোয়াটি পাঠ করবে তার আগে-পরের সব গুনাহ ক্ষমা করা হবে।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي، وَلَا قُوَّةٍ

বাংলা: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি হাজাস্‌সাওবা ওয়ারাজাকানিহি মিন গাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতি।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই আমাকে এ কাপড়ের ব্যবস্থা করে পরালেন। (সুনান আবু দাউদ, হাদিস: ৪০২৩)

আরাফা ও আশুরার রোজা

আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- প্রতি মাসে তিন দিন সাওম (রোজা) পালন করা এবং রমজান মাসের সাওম এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সারা বছর সাওম পালনের সমান। আর আরাফাত দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ (মাফ) হয়ে যাবে। এছাড়া আশুরা’র সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৬১৭)

মহান রবের সৃষ্টির প্রতি বিনয়ী হওয়া

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, একবার এক লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল যে, একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবলো, কুকুরটারও আমার মতো হয়তো পিপাসা লেগেছে। পরে সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ পাক তার আমল কবুল করলেন এবং তার গুনাহ মাফ করে দেন। ওই সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন- ইয়া রাসুলাল্লাহ! (সা.) চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সাওয়াব হবে? জবাবে নবীজি (সা.) বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই সাওয়াব রয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২২০৭)

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ