নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে তিনি এ অভিযোগ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনেক। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জনআকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষকে আমরা সামনে রেখে মনে করি, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্যে দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না।
আসলেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়। ফের আলোচনায় অংশ নেবেন কি-না, এই প্রশ্নে বলেন, অবশ্যই যাবো।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, আমরা মনে করি, নোট অন ডিসেন্ট দিয়ে সবাইকে ঐকমত্য হওয়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে না কমিশন। কমিশনের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়ে ঐকমত্য কমিশন করা। নোট অব ডিসেন্ট দিয়ে সব সময় নয়।
তিনি আরও বলেন, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেয়নি। আর গণতন্ত্রের ভাষা কী, সব বিষয়ে আমরা হয়তো ঐকমত্য পোষণ করতে পারবো না। দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে-এই জন্যই তো সংগ্রাম করেছি আমরা।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের শুরুতে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করে।