রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা।
জানা গেছে, বর্তমানে সিএমএইচ হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসা ও সেবার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি রোগীদের মনোবল বৃদ্ধির জন্য কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মানবিকভাবে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে নূরজাহান বেগম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।
লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ সন্তান (ভ্রূণ) মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডেও একজনের মৃত্যু হয়েছে, তবে কোনো ভর্তি নেই। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এবং এখনো কোনো মৃত্যুর খবর নেই।