অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এবং মান্ডি থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হওয়া কঙ্গনা রানাওয়াত সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারির বিষয়ে কথা বলেছেন। তিনি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এসব প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে অশ্লীল, অশোভন ও পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশ করে আসছিল। খবর ফার্স্টপোস্টের।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি এবং যুবসমাজের মনকে দূষিত হওয়া থেকে রক্ষা করার জন্যই আরোপ করা হয়েছে। আমাদের সমাজ যেন একটি সম্পূর্ণ অবক্ষয়ের পথে না চলে যায়, এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই পদক্ষেপ বহুদিন ধরেই অপেক্ষিত ছিল বলেও জানিয়েছেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি উল্লু, অলট, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্সসহ ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করার নির্দেশ দেয়। এসব প্লাটফর্মের বিরুদ্ধে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট প্রচারের অভিযোগ রয়েছে।
কঙ্গনা রানাওয়াতের মতে, এই ধরনের কনটেন্ট সমাজে নৈতিক অবক্ষয় এবং তরুণদের মানসিক বিপর্যয় ঘটাতে পারে। তিনি সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলেও মন্তব্য করেছেন।