spot_img

এশিয়া কাপে ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান!

অবশ্যই পরুন

চলতি বছরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেটের একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান— এই সম্ভাবনার কথা জানিয়ে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। গ্রুপ পর্বের পর সুপার সিক্স ও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত করতে আলোচনায় বসবে বিসিসিআই ও এসিসি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংকট কাটিয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। যেখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসিসি’র চেয়ারম্যান মহসিন নাকভি এ নিয়ে পরিষ্কার কিছু না জানালেও দ্রুতই এর সমাধানের বিষয়ে আশাবাদী তিনি।

তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের এশিয়া কাপে একই পড়ার সম্ভাবনা বেশি ভারত ও পাকিস্তানের। বার্তা সংস্থা পিটিআই বলছে এবারের প্রতিযোগিতা আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে তারা। তবে এখনও চূড়ান্ত হয়নি সূচি; চলছে আলোচনা।

এবারের আসরে কমপক্ষে দু’বার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন ও ইন্ডিয়া টুডে’র মতো শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম। গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর ফাইনালে উঠলে একই আসরে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

ইন্ডিয়া টুডে’কে একটি সূত্র নিশ্চিত করেছে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ও এসিসিস চেয়ারম্যান মহসিন নাকভি। ৭ সেপ্টেম্বর থেকে এবারের এশিয়া কাপ শুরুর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কে বরফ জমে। শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপের আসর ভারত-পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে পারে কি-না সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ