রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হওয়ার তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত সবশেষ সরকারি তালিকা অনুযায়ী আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহতের বিবরণ নিচে তুলে ধরা হলো:
জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট
সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা)
ভর্তি– ৮ জন, মৃত্যু– ১৫ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ভর্তি– নেই, মৃত্যু– ১ জন
লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার
ভর্তি– নেই, মৃত্যু– ১ জন (অজ্ঞাত)
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
ভর্তি– নেই, মৃত্যু– ১ জন
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
ভর্তি– ১ জন, মৃত্যু– নেই
সর্বমোট: ভর্তি– ৫০ জন, মৃত্যু– ৩৩ জন