spot_img

ভারতের কোচ হতে জাভির আবেদন, সারা দেয়নি ফেডারেশন

অবশ্যই পরুন

ভারত জাতীয় ফুটবল দলের হেড কোচ হতে আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তবে আর্থিক বিষয়ের কারণে তার আবেদনে সাড়া দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।

বিষয়টি সবাইকে চমকে দিলেও এই স্প্যানিয়ার্ডের পেছনে বিপুল পরিমাল অর্থ ব্যয় করতে অপারগ এআইএফএফ। যে কারণে নতুন একটি সম্ভাবনা শেষ হয়ে গেল অঙ্কুরেই। এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারীদের দীর্ঘ তালিকায় ছিল স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজের নাম। পাশাপাশি সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন ও লিভারপুলের সাবেক খেলোয়াড় হ্যারি কিউয়েলসহ অনেকেই আবেদন করেছেন।

ভারত জাতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পাল দেশটির গণমাধ্যমকে এটি নিশ্চিত করেন। বলেন, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফ-কে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফুটবলার ও কোচ হিসেবে দারুণভাবে সফল এই স্প্যানিয়ার্ড। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ের পাশাপাশি বিভিন্ন লিগে একাধিক শিরোপা জয় করেন তিনি। ২০১৯ সালে অবসর নেয়ার পর কোচিং ক্যারিয়ারেও সফলতা পান জাভি। বার্সেলোনাকে ২০২৩ সালে সুপার কোপা ও ২০২২-২৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সর্বশেষ সংবাদ

জবাবদিহিতা না থাকায় গত দেড় দশকে রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ