spot_img

আরও ২ মামলায় মমতাজ গ্রেপ্তার

অবশ্যই পরুন

আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৬ জুন নিহতের তার স্ত্রী সাজেদা পারভীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েগুরুতর আহত হন। পরবর্তীতে তিনি সিএইচএম এ চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

সর্বশেষ সংবাদ

পুতিনের চোখে চোখ রেখে আলোচনা করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পর্যাপ্ত কৌশল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট...

এই বিভাগের অন্যান্য সংবাদ