spot_img

ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

অবশ্যই পরুন

ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেটি ইসরায়েলের সীমান্তে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দখলদার সামরিক বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েল দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে বলছে, আইডিএফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করতে সক্ষম হলেও এটি দেশের ভেতরে হুমকি তৈরি করেনি বিধায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।

আইডিএফ জানায়, “উৎক্ষেপণের মুহূর্তেই ক্ষেপণাস্ত্রের গতি ও পথ শনাক্ত করা সম্ভব হয়েছিল। আমাদের পূর্বাভাস পেয়েছিলাম এটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাবে না। বাস্তবেই সেটি সীমান্তের বাইরে একটি নিরাপদ স্থানে ভূপাতিত হয়।”

আইডিএফ আরও জানায়, এটি ছিল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সম্ভবত ‘বুরকান’-শ্রেণির কোনো উন্নত সংস্করণ, যা অতীতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ

গুয়েতেমালায় বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্রের একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ