spot_img

মাইলেস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের

অবশ্যই পরুন

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলো। সম্মেলনের শুরুতে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ম্যাচ জয়, শিরোপা এসব বাদ দিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত নিয়ে কথা বলেন।

বাটলার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেন, ‘আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আফিদা খন্দকার ম্যাচে জয়ের বাড়তি তাগিদ অনুভব করেছিলেন শিরোপা উত্তরা ট্র্যাজেডিতে উৎসর্গ করার জন্য। তিনি জানান, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলবো। যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করব, আমরা পেরেছি।’

উল্লেখ্য, চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ এইদিন সেভাবে উল্লাস করেনি। মাঠে ও সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দল শোকের আবহেই ছিলো। শোককে শক্তিতে পরিণত করে সাগরিকা ৪ গোল করে বাংলাদেশকে ট্রফি এনে দিয়েছেন। সেই ট্রফি বাংলাদেশ দল উত্তরা ঘটনায় প্রয়াতদের উৎসর্গ করেছেন।

সর্বশেষ সংবাদ

বৈঠক ফলপ্রসূ উল্লেখ করে জেলেনস্কিকে স্পষ্ট বার্তা ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় প্রায় ৩ ঘণ্টার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ