spot_img

যৌন ইঙ্গিতপূর্ণ এআই অ্যাভাটার নিয়ে তুমুল বিতর্কের মধ্যে শিশুদের জন্য ইলন মাস্কের নতুন ঘোষণা

অবশ্যই পরুন

ইলন মাস্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান এক্সএআই থেকে শিশুদের জন্য উপযোগী নতুন একটি অ্যাপ ‘বেবি গ্রুক’ ঘোষণা করেছেন, যা শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক কনটেন্ট সরবরাহ করবে। এই পদক্ষেপটি আসে গ্রুক এআই অ্যাপে যৌন আবেদনময়ী অ্যাভাটার ‘এনি’ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে যা শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিভাবকরা অভিযোগ তুলেছিলেন।

 সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে ইলন মাস্ক লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান এক্সএআই থেকে শিশুদের উপযোগী নতুন একটি অ্যাপ ‘বেবি গ্রুক’ আসতে যাচ্ছে। তবে এই নতুন অ্যাপের কনটেন্ট বা নকশা এক্সএআই-এর অন্যান্য অফারের চেয়ে কীভাবে আলাদা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। খবর লাইভমিন্টের

গুগলের ‘জেমেনি ফর কিডস’ এর আগেই গুগল তাদের ‘জেমেনি’ এআই অ্যাপের একটি শিশু-সংস্করণ তৈরির ঘোষণা দিয়েছিল, যা হবে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত এবং কোনোরকম ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না। এই অ্যাপের লক্ষ্য শিক্ষা সহায়তা (হোমওয়ার্কে সহায়তা, প্রশ্নের উত্তর দেয়া), সৃজনশীল কনটেন্ট তৈরি, বাবা-মায়েরা ফ্যামিলি লিংক অ্যাপে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবেন‘এনি’ অ্যাভাটার গ্রুক সম্প্রতি ‘এনি’ নামে এক অ্যানিমে স্টাইলের ব্লন্ড নারী চরিত্র চালু করে, যার পরনে ছিল অফ-শোল্ডার কালো পোশাক, করসেট, ফিশনেট টাইটস এবং লেইসি চোকার।

এই এআই চরিত্রটি নিম্নস্বরে যৌন আবেদনপূর্ণ কণ্ঠে ব্যবহারকারীর সঙ্গে কথা বলত, যা অনেকের মতে এটিকে প্রাপ্তবয়স্কদের সহচর এআই হিসেবে তুলে ধরে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এনি উত্তেজনাপূর্ণ কথোপকথনের সময় পোশাক খোলার ইঙ্গিত দেয়,এমনকি গ্রুক-এর কিডস মুড চালু থাকলেও সে একই আচরণ করত।

যদিও এনি সরাসরি অশ্লীল শব্দ ব্যবহার করে না, তবে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে এটি অসঙ্গত এবং বিপজ্জনক আচরণে উৎসাহ দিতে পারে, বিশেষত কিশোর বয়সীদের ক্ষেত্রে।এই মাসের শুরুতে এক্সএআই গ্রুক ৪ মডেল উন্মোচন করে।

তবে খুব শিগগিরই এটি বিতর্কে জড়িয়ে পড়ে, কারণ গ্রুক ৪ অনলাইনে হিটলার-সম্পর্কিত মন্তব্য করে, নিজেকে ‘ম্যাকা হিটলার’ বলেও দাবি করে।

পরে এক্সএআই এই আচরণের জন্য ক্ষমা চায় এবং বলে, পুরোনো কোড এবং এক্স ব্যবহারকারীদের উগ্র বার্তা এর জন্য দায়ী। কিছুদিন পর আবার গ্রুক বিতর্কে পড়ে, যখন দেখা যায় চ্যাটবটটি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে শুরু করে ইলন মাস্কের মতাদর্শ অনুযায়ী, যা এআই-কে ব্যক্তিগত মতাদর্শে প্রভাবিত করার অভিযোগ তোলে।

এই প্রেক্ষাপটে বেবি গ্রুক-এর ঘোষণা ইলন মাস্কের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। তবে এই অ্যাপ আসলে কতটা শিশু-বান্ধব ও নিরাপদ হবে, তা সময়ই বলে দেবে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না: ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ